Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

পটভুমি , লক্ষ্যও উদ্দেশ্যঃ বাংলাদেশের জন সংখ্যার অর্ধেকই নারী। কিন্তু অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, অভাব, বেকারত্ব ,জেন্ডার বৈষম্যের কারণে আজ সমাজের অর্ধেক নারী সমাজ নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। পরিবারে এই সহিংসতার প্রভাব বেশী পরিলক্ষিত হয়। এর প্রভাব হয় সুদূড় প্রসারী। যা শুধু স্বামী- স্ত্রী পর্যন্ত নয়, সন্তান সন্ততির মধ্যেও তা প্রসারিত হয়। আমাদের নারী সমাজ সচেতন না হওয়ায় ধর্ম, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার গুলোও আদায় করে নিতে ব্যর্থ হন। এ সকল মহিলাদের যদি তাদের অধিকারের  বিষয়ে সঠিক ধারনা প্রদান করে উপযুক্ত বৃত্তিমূলক প্রশিক্ষন দেওয়া সম্ভব হোত তাহলে তারা নিজের জীবন জীবিকা উপার্জনের সাথে সাথে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে ভুমিকা রাখতে পারতেন।

      মূলত এমনই প্রেক্ষাপটে দুস্থ, অসহায়, নির্যাতিতা নারীদের আইনগত সহায়তা এবং পুর্নবাসন সহ আবাসন সহায়তা প্রদান পূর্বক বৃত্তিমূলক প্রশিক্ষন দানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৫ সাল থেকে ছয়টি বিভাগে কার্যক্রম শুরু হয়। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যাত্রারম্ভ হয় ১৯৯৬ সালের  ১লা জুলাই থেকে।