Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্র: নং

সেবা গ্রহণকারী ব্যক্তি

সেবার বিবরণ

সেবা প্রদানের স্থান

সেবা প্রদানের সময়সীমা

পল্লী/পৌর অঞ্চলের   দরিদ্র মহিলা

দরিদ্র এবং নিম্ন আয়ের মহিলাদের আত্ন-কর্মসংস্থানের উদ্দেশ্যে পৌর/পল্লী অঞ্চলের সমিতির মাধ্যমে ৫,০০০।- থেকে ১৫,০০০।- টাকা পর্যমত্ম ঋণ প্রদান করা হয়।

জেলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদনের তারিখ থেকে ১ মাস।

প্রশশিক্ষণ

প্রশিক্ষণের মাধ্যমে জেলা কার্যালয়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে মহিলাদের ( ১৬-৪৫) দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বৎসরে ৪টি ব্যাচে ৫০ জন করে প্রশিক্ষণাথী ৫ টি ট্রেডে প্রশিক্ষণকোর্সে  অংশগ্রহণ করবে। একই সাথে বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক এবং জীবন ধারণ ও জীবন দক্ষতা   বিষয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণ প্রদান করা হবে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 আবেদনের তারিখ থেকে ১ মাস।

উপজেলা পর্যায়ে ( ১৬-৪৫) বছর ৩০ জন মহিলাকে ১ বছর মেয়াদী  ২ টি ট্রেডে প্রশিক্ষণণ প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় সৈয়দপুর ও কিশোরগঞ্জ।

প্রতি বছর জুনমাসে

আবেদনের তারিখ হতে ১৫ দিন।

হালকা কৃষি, হাঁস-মুরগী পালন,মৎস্য চাষ,সেলাই,রান্না, হসত্মশিল্প, কম্পিউটর, মোবাইল সার্ভিসিং, বিউটিফিকেশন,মাশরম্নম চাষ  বিষয়ে ৩ মাস মেয়াদী ট্রেড কোর্সে প্রতি ২ মাস অমত্মর ২- ৩ জন প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থী প্রেরণ করা হয়।

মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র,জিরাবো সভার।

আবেদনের তারিখ থেকে ১